আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী। বঙ্গবন্ধুর আদর্শের শিখায় আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার মহতী লক্ষ্যে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। বিভাগীয়, জেলা ও উপজেলায় উন্মুক্ত স্থানে সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
গত ৪ ডিসেম্বর ' বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের শপথ' অনুষ্ঠানের নির্দেশনা জারি করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় উদযাপন কমিটি। এ নির্দেশনায় বলা হয়েছে, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের এই অনন্য সময়ের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন। নতুন প্রজন্মসহ সবাইকে বঙ্গবন্ধুর আদর্শের শিখায় আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার মহতী লক্ষ্যে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের এ মাহেন্দ্রক্ষণে এক শপথ অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS