নির্বাহী প্রকেৌশলীর কার্যালয়, এলজিইডি, লালমনিরহাট অফিসটি মিশনমোড় হতে ৮০০ মি পশ্চিমে এলজিইডি রোডে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের পাশেই অবস্থিত। একই চত্ত্বরে অফিস ভবন সহ একটি সমৃদ্ধ মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরী, একটি সুসজ্জিত সভাকক্ষ ও কর্মকর্তাদের আবাসিক ভবন রয়েছে।
অধীনস্থ অফিসসমুহঃ
১। উপজেলা প্রকেৌশলীর কার্যালয়, সদর, লালমনিরহাট।
২। উপজেলা প্রকেৌশলীর কার্যালয়, আদিতমারী, লালমনিরহাট।
৩। উপজেলা প্রকেৌশলীর কার্যালয়, কালিগঞ্জ, রালমনিরহাট।
৪। উপজেলা প্রকেৌশলীর কার্যালয়, হাতিবান্ধা, লালমনিরহাট।
৫। উপজেলা প্রকেৌশলীর কার্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট।