Text size A A A
Color C C C C
পাতা

প্রকল্প

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় তিসত্মা নদীর উপর গঙ্গচাড়া-বুড়িহাট-মহিপুর-শঙ্করদহ-কৈলাসগঞ্জ-কাকিনা রাসত্মায় ৮৫০মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ নির্মাণ নির্মাণ কাজ চলমান রয়েছে।বর্তমান অগ্রগতি ৯০%। আগামী মে/২০১৭ মাসে ব্রীজটি চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া হবে।

 

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ধরলা নদীর উপর ১৩০ মিটার রাবার ড্যাম নির্মাণ কাজ সপাপ্ত হয়েছে।

 

Ø  রক্ষণাবেক্ষণ প্রকল্প

Ø  অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ত্বপূর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প(IRIDP ii)

Ø  বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলার গ্রামীণ যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GRDP)

Ø  উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মান প্রকল্প (LBC)

Ø  অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্প (PSSWRSP)

Ø  রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স কর্মসুচী (RERMP)Ø  টেকসই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (SRIIP)

Ø  ইউনিয়ন পরিষদ ভবন নির্মান প্রকল্প

Ø  তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (PEDP-III)

# রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

# উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান প্রকল্প।

# ভূমিহীন ও অসচ্ছল মুকিাতযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মান প্রকল্প।

# উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মান প্রকল্প।